নয়াপল্টনে সমাবেশে বিএনপির হাজারো নেতাকর্মী

নয়াপল্টনে বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন/ স্টার

নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন দলটির হাজারো নেতাকর্মী।

দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বলে জানানো হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলা জানা গেছে এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী স্লোগান শুরু করেছেন।

বিভিন্ন ওয়ার্ড থেকে  মিছিল নিয়ে দলের সদস্যরা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে এসেছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রদর্শনের জন্য মঞ্চের সামনে মনিটর স্থাপন করা হয়েছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

11h ago