ড. ইউনূসকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত ও পাকিস্তান

গতকাল বৃহস্পতিবার ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। 
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শপথ নিচ্ছে। ছবি: ডয়চে ভেলে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শপথ নিচ্ছে। ছবি: ডয়চে ভেলে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান হিসাবে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত ও পাকিস্তান।

গতকাল বৃহস্পতিবার ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, 'এই অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ গণতান্ত্রের পথ প্রশস্থ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ারও যোগ দিয়েছিলেন।'

'ড. ইউনূস সহিংসতা বন্ধ করার যে আহ্বান করেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করুক। আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত', যোগ করেন তিনি।

ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, 'বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তারা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের যে কাজ করবেন, তাতে ইইউ সহায়তা করবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।'

আজ শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নেওয়ার আশাবাদ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বার্তা জানান।

'অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন। তিনি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে একটি সুষ্ঠূ ও মঙ্গলময় ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন, এই আশাবাদ প্রকাশ করছি। আমি তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করব আগামী দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের অংশীদারিত্ব আরও গভীরে পৌঁছাবে।'

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৮ মিনিটে করা পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।'

তিনি আরও বলেন, 'শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

Comments

The Daily Star  | English

Journalists who legitimised fascism will not be spared: Nahid

Information Adviser Nahid Islam today said journalists and writers who tried to give legitimacy to fascism and instigated mass killing through their writings will be brought to book

1h ago