ব্রাহ্মণবাড়িয়া

যানবাহনে তল্লাশি চালিয়ে অস্ত্র-মাদক জব্দ করল শিক্ষার্থীরা

যানবাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক সেনাবাহিনীর হেফাজতে দেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে তল্লাশি চালিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা। তারা সাড়ে ১০ কেজি গাঁজা, ২২ বোতল ফেনসিডিল এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন।

মাদক উদ্ধারের সময় ছয় জনকে ও অস্ত্র উদ্ধারের সময় একজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এসব ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন সুফিয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছয়জনের কাছ থেকে সাড়ে ১০ কেজি গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া বিদেশি পিস্তলসহ আরও একজন ধরা পড়েন। আটক মালামালসহ তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

মাদকসহ আটক হয়েছেন নরসিংদীর বাসিন্দা খলিল মিয়া, নারায়ণগঞ্জের পলাশ, ঢাকার শনির আখড়া এলাকার মালেক মিয়া, নেত্রকোনার জুয়েল, গোপালগঞ্জের রাসেল মিয়া, সিলেটের মদিনা মার্কেটের সৈকত তালুকদার।

শিক্ষার্থীরা জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাবেন।

Comments

The Daily Star  | English

Jamdani as the battleground

Jamdani is not just the material or the motifs; it encompasses everything—from the river system and flora-fauna of the Dhaka region

1d ago