আইসিটি বিভাগের ইউটিউব-ফেসবুক বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক

আইসিটি বিভাগ, ইউটিউব, ফেসবুক, জুনাইদ আহমেদ পলক,

বাংলাদেশের আইসিটি বিভাগ বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেতে কাজ করছে। কারণ আইসিটির ফেসবুক পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন কেবল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এগুলো বন্ধ আছে।

আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, 'আইসিটির চ্যানেল ও পেজ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

'আমরা এখন এগুলোর উদ্ধারের চেষ্টা করছি,' বলেন তিনি।

গত ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

21h ago