ভারতে এয়ারটেল গ্রাহকদের জন্য বিনামূল্যে অ্যাপলের অডিও-ভিডিও স্ট্রিমিং সেবা

অ্যাপল টিভি প্লাসের লোগো। প্রতীকী ছবি: রয়টার্স

ভারতের টেলিকম সেবাদাতা সংস্থা এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই চুক্তির আওতায় এয়ারটেলের সুনির্দিষ্ট কিছু গ্রাহক অ্যাপলের অডিও-ভিডিও স্ট্রিমিং সেবা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি অল্প সময়ের মাঝে ভারতের লাখো গ্রাহকের কাছে তাদের সেবা পৌঁছে দিতে পারবে বলে ভাবছেন বিশ্লেষকরা।

ভারতের দুই হাজার ৮০০ কোটি ডলারের বিনোদন বাজারে দীর্ঘদিন ধরেই প্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো।

ভারতের রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনি একীভূত হয়ে ৮৫০ কোটি ডলার মূল্যমানের প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যা নীতিনির্ধারকদের নজরদারিতে পড়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এয়ারটেল জানায়, 'প্রিমিয়াম এয়ারটেল ওয়াইফাই ও পোস্টপেইড প্যাকেজের সঙ্গে অ্যাপল টিভি প্লাস বান্ডেল আকারে সংযুক্ত থাকবে।'

তবে দুই প্রতিষ্ঠান এই চুক্তির শর্ত বা আর্থিক বিষয়গুলো নিয়ে কোনো তথ্য দেয়নি।

এ বছরের শেষ নাগাদএয়ারটেল গ্রাহকরা বিনামূল্যে অ্যাপলের সেবা পাবেন। ছবি: সংগৃহীত
এ বছরের শেষ নাগাদএয়ারটেল গ্রাহকরা বিনামূল্যে অ্যাপলের সেবা পাবেন। ছবি: সংগৃহীত

ভারতের বাজারে অ্যাপল টিভি প্লাসের মূল প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, হটস্টার ও মুকেশ আমবানির জিওসিনেমা। তবে মূলত ইংরেজি কন্টেন্ট নিয়ে এই বাজারে একেবারে পেছনের দিকে অ্যাপলের অবস্থান।

এয়ারটেলের প্রিমিয়াম ব্রডব্যান্ড ও পোস্টপেইড গ্রাহকরা এ বছরের শেষের দিকে অ্যাপল টিভি প্লাস ও অ্যাপল মিউজিক সেবা পাবেন।

নাম না প্রকাশের শর্তে এই বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই সূত্র উল্লেখ করেন, এই উদ্যোগের অংশ হিসেবে দীর্ঘ সময় ধরে বাজারে থাকা 'উইঙ্ক' স্ট্রিমিং মিউজিক সেবা বন্ধ করবে এয়ারটেল।

ভারতে এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় ২৮ কোটি ১০ লাখ। মূল প্রতিদ্বন্দ্বী আমবানির রিলায়েন্স জিওর আছে ৪৮ কোটি ৯০ লাখ গ্রাহক।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

43m ago