আপিল বিভাগে সময় টিভির সম্প্রচার নিয়ে আবেদনের নিষ্পত্তি

high court
স্টার ফাইল ফটো

সম্প্রচারে চলে আসার পর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আবেদনটি খারিজ করে দিয়ে শীর্ষ আদালত বলেছেন, এটি এখন অকার্যকর।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গত ২১ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালক আহমেদ জোবায়ের আপিল বিভাগে এই আবেদন করেন।

এর আগে গত ১৯ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে পরবর্তী সাত দিন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দেন। ওই দিন রাতেই বেসরকারি টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

গত ২৭ আগস্ট রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম আপিল বিভাগকে বলেন, হাইকোর্টের আদেশের মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর সোমবার রাত থেকে সময় টিভির সম্প্রচার শুরু হয়েছে।

এখন এ মামলার কোনো কার্যকারিতা নেই বলে জানান তিনি।

আদালতে জোবায়ের হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

Comments

The Daily Star  | English

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

35m ago