বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই।’
BDR carnage
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শিগগির শুরু হবে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই।'

তিনি আরও বলেন, 'এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে।'

গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। এমনকি সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago