১৩৭ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসাল বাংলাদেশ

ছবি: এএফপি

প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর জয়ের স্বপ্ন দেখাটা দুঃসাধ্যই নয়, রীতিমতো অসম্ভবের পর্যায়ে। সুউচ্চ পাহাড় ডিঙিয়ে বিজয় কেতন ওড়ানোর সেই ভীষণ কঠিন কাজটা করে ফেলল বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে তারা ভাগ বসাল ১৩৭ বছরের পুরনো রেকর্ডে।

মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। একই ভেন্যুতে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল জিতেছিল ১০ উইকেটের ব্যবধানে। ফলে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধুর স্বাদ পেল তারা।

প্রথম ইনিংসে এত অল্প রানে ৬ উইকেট খোয়ানোর পরও কোনো দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই ১৮৮৭ সালে। অর্থাৎ ১৩৭ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ১৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। পরে তারা অলআউট হয়ে গিয়েছিল স্রেফ ৪৫ রানেই। তারপরও অজিদের জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৩ রানে ম্যাচ জিতেছিল সফরকারীরা।

এই টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে থামার পর জবাব দিতে নেমে সফরকারীরা পড়েছিল মহাবিপর্যয়ে। মোটে ২৬ রানের মধ্যে সাজঘরে ফিরে গিয়েছিলেন ব্যাটিং লাইনআপের প্রথম ছয়জন। এরপর প্লেয়ার অব দ্য ম্যাচ লিটন দাসের সেঞ্চুরি ও প্লেয়ার অব দ্য সিরিজ মেহেদী হাসান মিরাজের ফিফটির কল্যাণে গড়ে ওঠে রেকর্ড ১৬৫ রানের জুটি। শেষমেশ ২৬২ রান পর্যন্ত পৌঁছায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান এরপর পড়ে বাংলাদেশের পেসারদের তোপের মুখে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটি নেন ফাস্ট বোলাররা। দুই তরুণ হাসান মাহমুদ ও নাহিদ রানা যথাক্রমে ৫ ও ৪ উইকেট নেন। অভিজ্ঞ তাসকিন আহমেদ বাকিটি শিকার করলে ১৭২ রানে গুটিয়ে যায় শান মাসুদের দল।

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে পা হড়কায়নি বাংলাদেশ। ব্যাটারদের সম্মিলিত অবদানে তারা তৈরি করে নতুন ইতিহাস। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের বল এক্সটা কাভার দিয়ে সাকিব আল হাসান সীমানার বাইরে পাঠানোর সঙ্গে সঙ্গে ফয়সালা হয়ে যায় এই টেস্টের। ড্রেসিংরুমের বারান্দায় দাঁড়িয়ে উল্লাস করে ওঠে পুরো বাংলাদেশ দল।

প্রথমবারের মতো কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জেতা ও তাদেরকে হোয়াইটওয়াশ করার তৃপ্তির ঢেঁকুরও তুলল বাংলাদেশ। বিদেশের মাটিতে এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ২০০৯ সালে। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বনিবনা না হওয়ায় সেবার খেলেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দল।

সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতেছিল টাইগাররা। সেটা অবশ্য ছিল এক ম্যাচের সিরিজ। 

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

49m ago