ইব্রাহিমপুরে অটোরিকশার ধাক্কায় মায়ের সামনে মেয়ের মৃত্যু
রাজধানী ঢাকার ইব্রাহিমপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এদিন দুপুর সাড়ে ৩টার দিকে ইব্রাহিমপুরের ঈদগাঁ রোডে দুর্ঘটনায় গুরুতর আহত হলে শিশুটিকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
নিহত মিরা রানী নয়ন চন্দ্র সরকার ও কলি রানী দম্পতির একমাত্র মেয়ে।
নয়নের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছাড়া গ্রামে। তিনি ইব্রাহিমপুর ঈদগাঁ রোডের একটি বাসায় ভাড়া থাকে এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
হাসপাতালে শিশুটির মা কলি রানী জানান, বিকেলে শিশুটি বাসার পাশে একটি অ্যাপার্টমেন্টের সামনে খেলছিল। ওই রাস্তা দিয়ে অনেক অটোরিকশা চলাচল করে জন্য মেয়ের হাত ধরে রেখেছিলেন তিনি। হঠাৎ মিরা তার হাতে কামড় দিয়ে দৌড় দেয়। সে সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।
চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কাফরুল থানায় জানানো হয়েছে।
Comments