আগামী জুলাই থেকে পুরোদমে শুরু হতে পারে অনলাইনে আয়কর রিটার্ন

আয়কর, সম্পদ বিবরণী ও অন্যান্য কর অনলাইনে জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে কর প্রশাসন।
অনলাইনে আয়কর রিটার্ন
আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদরদপ্তর। ছবি: সংগৃহীত

করদাতারা আগামী অর্থবছরের প্রথম দিন বা ১ জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন দিতে পারবেন। যদিও চলতি অর্থবছরের ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান। সেই সম্মেলনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আয়কর, সম্পদ বিবরণী ও অন্যান্য কর অনলাইনে জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে কর প্রশাসন।

আবদুর রহমান খান বলেন, 'এনবিআর প্রাথমিকভাবে ২০১৬ সালে অনলাইন রিটার্ন জমা দেওয়ার পোর্টাল চালু করে। কিছু ত্রুটি থাকায় ২০২১ সালে তা আবার চালু হয়।'

এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, '২০২১ সালের উদ্যোগটিও মসৃণ ছিল না। করদাতাদের মনে ভয়-সংশয় ছিল। আমরা চলতি অর্থবছরে প্রায় এক কোটি করদাতার কর অনলাইনে নিতে প্রস্তুত।'

এনবিআরের তথ্য অনুসারে, গত অর্থবছরে প্রায় পাঁচ লাখ করদাতা অনলাইনে ও প্রায় ৩৮ লাখ করদাতা হাতে হাতে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

বর্তমানে দেশে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে এক কোটি ৪০ লাখ মানুষের।

তিনি আরও বলেন, 'বৈশ্বিক মান থেকে বাংলাদেশ অনেক দূরে। এখন পুরোদমে কাজ শুরু করেছি। আশা করছি চলতি অর্থবছরের মধ্যে অনলাইন রিটার্ন সংখ্যা ১৫ লাখ হবে।'

সংবাদ সম্মেলনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, 'করদাতার সংখ্যা বাড়াতে ও সেবার মান উন্নয়নে এনবিআরকে নজর দিতে হবে। এনবিআরের উচিত হবে না জোর করে কর আদায় করা। রাজস্ব বাড়াতে রাজস্বের ক্ষেত্র বাড়াতে হবে।'

অনলাইন কর ব্যবস্থার প্রশংসা করে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'এটি অবশ্যই করদাতাদের ব্যক্তিগতভাবে কর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা কমাবে।'

'কর কর্মকর্তার সঙ্গে যখন করদাতার দেখা হবে না, তখন স্বচ্ছতা আসবে' বলে মনে করেন তিনি।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশিকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে এনবিআরে সংস্কার আনা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Mob justice is just murder

Sadly, when one lynching can be said to be more barbaric than another, it can only indicate the level of depravity of some our university students

1h ago