বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার ঢাকায়

মার্টিন রেইজার। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

এই সফরকালে মার্টিন রেইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর গত মাসে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার যখন রিজার্ভ ধরে রাখতে ও বিপর্যস্ত অর্থনীতি স্থিতিশীল করতে বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে অর্থ চাইছে। ঠিক সেই সময়ে বাংলাদেশ সফরে এলেন মার্টিন রেইজার।

চলতি অর্থবছরে বাংলাদেশের সংস্কার উদ্যোগে তিন বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago