বকেয়া বেতন দাবিতে গাজীপুরে ৩ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

সকালে সিজন্স ড্রেসেস লিমিটেড, এস আর পি সোয়েটার লিমিটেড এবং শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার সকালে সিজন্স ড্রেসেস লিমিটেড, এস আর পি সোয়েটার লিমিটেড এবং শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁ পাড়া রোডে অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার ১৫০০ শ্রমিক জুলাই মাসের অর্ধেক বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

শ্রমিকেরা জানান, গত ১৭ সেপ্টেম্বর মালিকপক্ষ আামাদেরকে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে। বাকি দিনের বেতন পরিশোধ করেনি। বলেছে বকেয়া বেতন পরে পরিশোধ করা হবে। আমাদের দাবি বকেয়া বেতন পরিশোধ করে আামাদেরকে কাজে নিতে হবে।

গত মঙ্গলবার একই দাবিতে এই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজও বকেয়া বেতনের দাবিতে সিজন্স ড্রেসেস পোশাকক শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কর্তৃপক্ষ আমাকে বলেছে, আগামী রোববার বেতন পরিশোধের চেষ্টা করা হবে। কিন্তু শ্রমিকরা তা মানেনি।

এদিকে, গাজীপুরের শিল্প পুলিশ জানায় সকাল ১১টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা সাতাইশ রোড, উত্তর আউচপাড়া এলাকায় অবস্থিত এস আর পি সোয়েটার লিমিটেডের দুই শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতন দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছে।

এছাড়াও সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা পাগাড় এলাকায় অবস্থিত শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার ১২৫০ শ্রমিক তাদের আগস্ট মাসের বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

52m ago