সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী নভেম্বরের মধ্যে জমার নির্দেশ

প্রতি বছর সম্পদ বিবরণী জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে। 

তবে চলতি বছর সম্পদ বিবরণী নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিধান অন্তর্ভুক্ত করে সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানান। 

সরকার কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের তথ্য প্রকাশ করবে না, তবে আদালতের নির্দেশে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে তা প্রকাশ করা হতে পারে।

এ নির্দেশ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এ বিধান প্রতিপালনে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোখলেস উর রহমান।

এর আগে, সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছরে একবার সম্পদ বিবরণী জমা দিতে হতো। যদিও এই বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়নি।

জনপ্রশাসন সচিব জানান, নবম গ্রেড ও এর উপরের গ্রেডের কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী জমা দিতে হবে। দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তারা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী জমা দেবেন।

এক প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান জোর দিয়ে বলেন, 'আগেকার সব চর্চা ভুলে যেতে হবে। বর্তমান সরকারের নতুন বিধান অনুসরণ করতে হবে।'

উল্লেখ্য, সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে গত ১ সেপ্টেম্বর নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

10h ago