সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করবে র‍্যাব।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। এসব মামলার প্রেক্ষিতে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।'

তিনি আরও বলেন, 'আমরা তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করব। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তারাই সিদ্ধান্ত নেবে।'

Comments

The Daily Star  | English

Sri Lanka elects Dissanayake as president

Sri Lanka elected Marxist-leaning Anura Kumara Dissanayake as its new president yesterday, putting faith in the 55-year-old’s pledge to fight corruption and bolster a fragile economic recovery following its worst financial crisis in decades.

28m ago