‘প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন এমওইউ সই হবে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শুক্রবার বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

তিনি বলেন, এর আগে প্রক্রিয়া সম্পন্ন করতে সমঝোতা স্মারকের সম্মত খসড়াটি ভারতীয় মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।

শুক্রবার প্রতিমন্ত্রী নয়াদিল্লি থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন তখন সমঝোতা স্মারক সই হবে।'

বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

১২ বছর বিরতির পর জেআরসি বৈঠক অনুষ্ঠিত হয়।

জাহিদ জানান, ভারত বাংলাদেশকে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি দিতে সম্মত হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টনের চুক্তি প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে তা স্বাক্ষরে বিলম্ব হচ্ছে।

দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তি শেষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথা উল্লেখ করে প্রতমন্ত্রী বলেন, 'আমরা তাদের চাপে রেখেছিলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিগগিরই এর একটি সমাধান দেখতে পাব।'

৩৮তম মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকে দুই দেশ তিস্তা ও গঙ্গাসহ বিভিন্ন নদীর 'পানি-বণ্টন চুক্তি সংক্রান্ত সমস্যা' নিয়ে আলোচনা করেছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago