রিয়ালের জয়ে আবারও এমবাপের গোল

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছে ৩-২ গোল। ৩-০ গোলে এগিয়ে থাকার পর শেষ দিকে দুই গোল হজম করেছে তারা। রিয়ালের হয়ে প্রথমে গোল করেন লুকাস ভাসকেস, পরে ব্যবধান বাড়ান এমবাপে। তৃতীয় গোল করেন রদ্রিগো। আলাভেসের কার্লোস বেনাবিডেজ ও কিকে গার্সিয়ে দুই গোল শোধ দিয়েছেন।
Kylian Mbappe

রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় প্রথম গোল পেতে যা একটু দেরি হয়েছিলো। এরপর থেকে টানা গোল করে চলেছেন কিলিয়ান এমবাপে। টানা চতুর্থ ম্যাচে গোল করলেন তিনি। এমবাপের ঝলকের দিনে আলাভেসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছে ৩-২ গোল। ৩-০ গোলে এগিয়ে থাকার পর শেষ দিকে দুই গোল হজম করেছে তারা। রিয়ালের হয়ে প্রথমে গোল করেন লুকাস ভাসকেস, পরে ব্যবধান বাড়ান এমবাপে। তৃতীয় গোল করেন রদ্রিগো। আলাভেসের কার্লোস বেনাবিডেজ ও কিকে গার্সিয়ে দুই গোল শোধ দিয়েছেন।

ম্যাচের একদম প্রথম মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে গোল করেন ভাসকেস। এমবাপে বিপদজনক হয়ে উঠেন দ্রুতই, ২২ মিনিটে বল জালেও জড়ান। অফ সাইডে তা বাতিল হয়ে যায়।

৪০ মিনিটে দেখার মতন গোল করেন তিনি। জুড বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া নেওয়া করে পায়ের কারিকুরিতে বক্সে ঢুকে জালে জড়ান তিনি। লা লিগায় সাত ম্যাচ খেলে এমবাপের এটি পঞ্চম গোল। এই ফরাসি তারকা আভাস দিচ্ছেন দারুণ এক মৌসুমের।

বিরতির পর পর প্রায় একক চেষ্টায় ছুটে গিয়ে আড়াআড়ি কোণ থেকে গোল করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। এরপর খানিকটা ঝিমিয়ে পড়া রিয়াল হজম করে দুই গোল। তাতে যদিও ম্যাচের ফলে প্রভাব পড়েনি। তবে বড় ব্যবধান রাখতে পারেনি জায়ান্ট ক্লাব।

এই জয়ে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল রিয়াল। এক ম্যাচ কম খেলে তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago