রোনালদোকে ছুঁয়ে এমবাপে বললেন, ‘এটা খুবই স্পেশাল’

ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) ক্রিস্তিয়ানো রোনালদো করেছিলেন ৩৫ ম্যাচে ৩৩ গোল। ১৫ বছর পর স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পর্তুগিজ মহাতারকার পাশে বসলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার চলতি মৌসুমে (২০২৪-২৫) এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ঠিক ৩৩ গোলই।

রোনালদোকে আইডল বা আদর্শ মানেন এমবাপে। রিয়ালে নিজের প্রথম মৌসুমে রোনালদোর সমান সংখ্যক গোল করে তাই ভীষণ উচ্ছ্বসিত এমবাপে। শনিবার রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে রিয়ালের জয়ের পর তিনি বলেছেন, 'এটা খুবই স্পেশাল। ক্রিস্তিয়ানোর সমান সংখ্যক গোল করাটা সব সময়ই দারুণ ব্যাপার।'

এবারের মৌসুম শুরুর আগে পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখান এমবাপে। নতুন ঠিকানায় প্রথম দিকে কিছুটা ভুগলেও সময়ের সঙ্গে সঙ্গে সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে নিজের অবস্থান মজবুত করছেন এমবাপে। একের পর এক গোল করে শুধু সমালোচকদের মুখ বন্ধই করে দিচ্ছেন না তিনি, বিভিন্ন কীর্তিও গড়ছেন।

ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে রিয়াল জিতেছে ৩-২ গোলে। তাদের জয়ের নায়ক এমবাপে। তার দুই লক্ষ্যভেদের মাঝে একবার জাল খুঁজে নেন জুড বেলিংহ্যাম। ৭৬তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে জয়সূচক গোল করে এমবাপে বসেন রোনালদোর পাশে।

রোনালদোর কাছ থেকে উপদেশ পাওয়ার কথা তুলে ধরার পাশাপাশি এমবাপে জানিয়েছেন নিজের লক্ষ্য, 'আমরা জানি, রিয়াল ও আমার জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলি, তিনি তখন আমাকে অনেক পরামর্শ দেন। তিনি রিয়ালের হয়ে অনেক গোল করেছেন। তবে এখানে খেললে অবশ্যই ট্রফি জিততে হবে।'

রিয়ালে অভিষেক মৌসুমের পারফরম্যান্সে রোনালদোকে টপকে যাওয়া এমবাপের জন্য সময়ের ব্যাপার। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে না ভাবার কথা আগেও জানিয়েছেন ২৫ বছর বয়সী তারকা। তার কাছে সবকিছুর ঊর্ধ্বে দল। কিছুদিন আগে বলেছিলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলকে শিরোপা জিততে সাহায্য করা।'

লেগানেসকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকায় বার্সেলোনার পাশে বসেছে শিরোপাধারী রিয়াল। কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় শীর্ষে বার্সা। রোববার রাতে নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে জিতলে আবার ৩ পয়েন্টে এগিয়ে যাবে কাতালানরা।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

6h ago