বার্সা-রিয়াল ম্যাচে রেফারি হার্নান্দেজ, অতীত পরিসংখ্যান কী বলছে?

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচের রেফারি চূড়ান্ত হয়েছে। এবারের ক্লাসিকো পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৪২ বছর বয়সী আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ।

গতকাল বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) প্রকাশ করেছে লিগের আসন্ন ৩৫তম রাউন্ডের সবগুলো ম্যাচের রেফারিদের তালিকা। হার্নান্দেজ তার ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ক্লাসিকোতে রেফারি থাকবেন। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

বাংলাদেশ সময় অনুসারে, আগামী রোববার রাত ৮টা ১৫ মিনিটে বার্সার মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই হাইভোল্টেজ ম্যাচটি লা লিগার শিরোপার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র চার এবং চলতি আসরে আর মাত্র চারটি রাউন্ডের খেলা বাকি। তাই ম্যাচটি নিশ্চিতভাবেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

২০২৪-২৫ মৌসুমে রেফারি হিসেবে এটি হতে যাচ্ছে হার্নান্দেজের ৩০তম ম্যাচ। ক্যারিয়ারে এখন পর্যন্ত ফুটবলের শীর্ষ পর্যায়ে মোট ৪৩৪টি ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ২৩৪টি লা লিগায়। তিনি ফিফার তালিকাভুক্ত রেফারিও। এখন পর্যন্ত পরিচালনা করেছেন ১৭টি আন্তর্জাতিক ম্যাচ।

ক্লাসিকোতে হার্নান্দেজের পরিসংখ্যান

হার্নান্দেজের আগের চারটি ক্লাসিকোতে একবার করে জিতেছে রিয়াল ও বার্সেলোনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তিনি দেখিয়েছেন তিনটি লাল কার্ড। দুটি জুটেছে রিয়ালের ভাগ্যে, বাকিটি পেয়েছে বার্সা।

ক্লাসিকোতে শেষবার হার্নান্দেজ রেফারি ছিলেন প্রায় ছয় বছর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লড়াইয়ে। গোলশূন্যভাবে শেষ হওয়া ওই ম্যাচে বার্সেলোনার তিনজন ও রিয়ালের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছিলেন। তখন কোচের ভূমিকায় বার্সায় ছিলেন আর্নেস্তো ভালভার্দে এবং রিয়ালে ছিলেন জিনেদিন জিদান।

২০১৬ সালে হার্নান্দেজের প্রথম ক্লাসিকো ছিল বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতেই। সেদিন রিয়ালের সার্জিও রামোস লাল কার্ড পেলেও ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছিল লস ব্লাঙ্কোরা।

পরের বছর সান্তিয়াগো বার্নাব্যুতেও রামোসকে লাল কার্ড দেখান হার্নান্দেজ। ওই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বার্সা পেয়েছিল ৩-২ গোলের জয়। এরপর হার্নান্দেজের পরিচালনায় ২০১৮ সালে ক্যাম্প ন্যুতে ২-২ ব্যবধানে ড্র হয় ক্লাসিকো। সেবার কাতালানদের সার্জি রবার্তো দেখেন লাল কার্ড।

আলাদাভাবে বার্সেলোনা ও রিয়ালের ম্যাচে হার্নান্দেজের পরিসংখ্যান

হার্নান্দেজের পরিচালনায় বার্সেলোনা ৩৭টি ম্যাচ খেলে ৫৭ শতাংশ ম্যাচে জিতেছে এবং মাত্র চারটিতে হেরেছে। অন্যদিকে, তিনি রেফারি থাকাকালীন রিয়ালের জয়ের হারও ঠিক ৫৭ শতাংশ। তবে তারা ৩৫টি ম্যাচ খেলে হেরেছে নয়টিতে।

অভিজ্ঞ এই রেফারি উভয় দলকে সমান চারটি করে লাল কার্ড দেখিয়েছেন। তিনি বার্সার পক্ষে ১০টি এবং রিয়ালের পক্ষে নয়টি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন।

হার্নান্দেজের সমালোচনায় রিয়ালের টিভি চ্যানেল

রেফারিদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে রিয়ালের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করে থাকে। সেরকম একটি ভিডিওতে হার্নান্দেজের পারফরম্যান্সের পর্যালোচনা করে নানা অভিযোগ আনা হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে তাকে উদ্দেশ্য করে আরএমটিভিতে বলা হয়েছিল, 'গোটা সিস্টেমে যে সমস্যা রয়েছে, সেটার স্পষ্ট উদাহরণ হার্নান্দেজ। তিনি ভুলের পর ভুল করে যাচ্ছেন। তারপরও তিনি উন্নতি করছেন এবং ক্লাসিকোসহ সব ধরনের ম্যাচে রেফারি থাকছেন।'

এসব ভিডিওর প্রতিক্রিয়ায় স্প্যানিশ গণমাধ্যম কোপকে অতীতে হার্নান্দেজ বলেছেন, 'এসবের ফলে যে ধরনের উত্তেজনা তৈরি হয়, সেকারণে ম্যাচ পরিচালনার জন্য আদর্শ পরিস্থিতি থাকে না। এতে তৃণমূল পর্যায়ের ফুটবল ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু রেফারিদের শত্রুর মতো করে তুলে ধরা হয়। আমাকে নিয়ে জঘন্য সব কথা বলা হয়েছে এবং আমি সব সময়ই তাতে মর্মাহত হই।'

চলতি মৌসুমে ক্লাসিকোর ফল

এবারের মৌসুমে ক্লাসিকোতে বার্সেলোনা এখন পর্যন্ত একচ্ছত্র দাপট দেখিয়েছে। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের তিনটি ম্যাচের সবকটিতেই জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

গত অক্টোবরে লা লিগায় প্রথম দেখায় রিয়ালকে তাদের মাঠ বার্নাব্যুতেই ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। এরপর জানুয়ারিতে জেদ্দায় ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয় দলটি। আর গত মাসের শেষদিকে সেভিয়ায় অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা উঁচিয়ে ধরে তারা।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

58m ago