ইসরায়েলে হুতিদের ড্রোন হামলা

মধ্য ইসরায়েলে বাজানো হচ্ছে সতর্কতামূলক সাইরেন।

তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বক্তৃতায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।.

হুতি যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের 'মানবহীন বিমান বাহিনী' তেল আবিবের জাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। চারটি ড্রোন ইলাত শহরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছেন, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মধ্য ইসরায়েলে বাজানো হচ্ছে সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এই অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে।

হুতিরা তাদের বিবৃতিতে দাবি করেছে, তাদের দুটি অপারেশনই সফল হয়েছে।

এতে বলা হয়েছে, 'ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন ও লেবাননের সকল অবিচল যোদ্ধাদের তাদের জাতির প্রতিরক্ষা এবং ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন মোকাবিলা করার জন্য স্যালুট জানায়।'

হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে, এমন ঘোষণার পর গত রোববার ইয়েমেনের হোদাইদাহ শহরে হামলা করে ইসরায়েলি সেনারা।

লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে একাধিকবার ইসরায়েলে হামলা চালিয়েছে হুতিরা। এমনকি লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন জাহাজেও হামলা চালিয়েছে তারা।

Comments

The Daily Star  | English

Cops still afraid to come out of cocoon

An overarching sense of frustration, apprehension, and opportunism prevails over the police force, rendering it virtually dysfunctional.

7h ago