টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে বাংলাদেশের দুজন

ছবি: এএফপি

কানপুর টেস্টে বাংলাদেশ দুই দিনেরও কম সময়ে হারলেও মেহেদী হাসান মিরাজ পেলেন সুখবর। এই সংস্করণের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে জায়গা করে নিলেন তিনি। শীর্ষ পাঁচে আগে থেকেই ছিলেন ইতিহাসের সেরা টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে সেরা পাঁচে আছেন দুজন বাংলাদেশি অলরাউন্ডার।

গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৭ উইকেটে হারের টেস্টে ব্যাট হাতে হতাশ করেন মিরাজ। প্রথম ইনিংসে ২০ ও দ্বিতীয় ইনিংসে ৯ রানে আউট হন তিনি। বল হাতে অবশ্য তার পারফরম্যান্স ছিল ভালো। দুই ইনিংস মিলিয়ে অফ স্পিনে ৮৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। এতে দুই ধাপ এগিয়েছেন ডানহাতি অলরাউন্ডার। সাত থেকে পাঁচে ওঠার পাশাপাশি ক্যারিয়ারসেরা ২৭২ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

কানপুর টেস্ট শুরুর আগে অবসরের পরিকল্পনা জানানো বাঁহাতি অলরাউন্ডার সাকিব রয়েছেন আগের মতোই তৃতীয় স্থানে। এই ম্যাচে ব্যাটিংয়ে তিনি ছিলেন বিবর্ণ। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে। আর বোলিংয়ে সাকিব ভারতের প্রথম ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ১৮ রান খরচায় থাকেন উইকেটশূন্য।

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারতের রবীন্দ্র জাদেজা ৪৬৮ রেটিং পয়েন্ট নিয়ে একে ও রবিচন্দ্রন অশ্বিন ৩৫৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। কানপুরে দুই ইনিংস মিলিয়ে অশ্বিন ৫ ও জাদেজা ৪ উইকেট পান। সাকিব ও মিরাজের মাঝে চারে অবস্থান করছেন ইংল্যান্ডের জো রুট।

গতকাল মঙ্গলবার ইতি ঘটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের। বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। দ্বিতীয় ও শেষ টেস্টের আড়াই দিনের বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও ৭ উইকেটে হারে সফরকারীরা। তখনও বাকি ছিল পঞ্চম দিনের অর্ধেকের বেশি সময়। ম্যাচের চার ইনিংসে খেলা হয় মোট ১৭৩.২ ওভার।

Comments

The Daily Star  | English

Container handling rises at New Mooring terminal after Navy takeover

Container handling at the New Mooring Container Terminal (NCT) of Chattogram Port increased in the first week of operational management by Chittagong Dry Dock Limited (CDDL), Bangladesh's sole dry dock currently operating under the Bangladesh Navy..The CDDL started running the NCT at the c

1h ago