নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবুল হাসনাতের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
নাঈমুর রহমান দুর্জয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবুল হাসনাতের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদক পরিচালক বলেন, দুর্জয়ের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম ও দেশে-বিদেশে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে। এছাড়া তার ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের বিদেশযাত্রা ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া দরকার।

দুদক আদালতকে আরও জানায়, দুর্জয় ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

আবেদনে বলা হয়, 'এই দম্পতি যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন, যা তদন্তকে বাধাগ্রস্ত করবে। তাই তাদের বিদেশগমন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

16m ago