বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভীর। ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তাদের পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার বিএফআইইউ এই নির্দেশ দেয়।

নির্দেশনা অনুযায়ী আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে শাফিয়াত সোবহান, আনভীরের স্ত্রী সাবরিয়ান সোবহানের অ্যাকাউন্টও জব্দ করা হবে।

ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠিয়ে প্রথম ধাপে ৩০ দিনের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআইইউ।

বিএফআইইউ অর্থ পাচার প্রতিরোধ আইন-২০১২ এর আওতায় ওইসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে তাদের নামে থাকা লকার সুবিধাও ব্লক করতে বলেছে।

এ ছাড়া, দুই কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান ও সাফওয়ানের স্ত্রী ইয়াশা সোবহানের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও দিতে বলেছে বিএফআইইউ।

সম্প্রতি, অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

Comments

The Daily Star  | English

We’re now ready to hand over power to elected representatives

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the interim government is prepared to transfer power to an elected administration.

1h ago