পরীমনি অভিনীত প্রথম ওয়েবসিরিজ মুক্তি নভেম্বরে

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েবসিরিজ 'রঙিলা কিতাব'। 
পরীমনি। ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েবসিরিজ 'রঙিলা কিতাব'। 

আগামী ৮ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাবে সিরিজটি। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটির অফিসিয়াল পোস্টার আজ সোমবার বিকেলে প্রকাশ করে মুক্তির তারিখ জানানো হয়েছে। 
সিরিজটির মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মনি। তার সঙ্গে আছেন মোস্তাফিজ নুর ইমরান। 

'রঙিলা কিতাব' সিরিজের পোস্টারে দেখা গেছে, নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। চোখে-মুখে ভয় নায়িকার। দেখে বোঝা যাচ্ছে ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর হবে সিরিজটির গল্প। 

কিঙ্কর আহ্সানের লেখা 'রঙিলা কিতাব' উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

পরীমনি বলেন, 'প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেরকম আমার প্রথম ওয়েবসিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় থাকবো।' 

পরিচালক অনম বিশ্বাস বলেন, 'মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প  'রঙিলা কিতাব'। গল্পটা এমনভাবে বলার চেষ্টা করেছি, যেন দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি আমার বিশ্বাস। এটি  দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।' 

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

27m ago