'দলবাজ' বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের, আইনজীবীদের বিক্ষোভ

আওয়ামী লীগের সমর্থক বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা সকাল ১১টা ২০ মিনিটের দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর সোয়া ১২টার দিকে হাইকোর্ট চত্বরে ঢুকে পড়েন তারা।

একই দাবিতে 'বৈষম্যবিরোধী আইন সমাজ' ব্যানারে একদল আইনজীবীও সেখানে জড়ো হয়েছেন। আর শিক্ষার্থীরা জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ব্যানারে।

হাইকোর্ট চত্বরে ব্যানার নিয়ে আইনজীবীদের অবস্থান। ছবি: সিরাজুল ইসলাম রুবেল

গতরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লিখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকালে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। এর কিছুক্ষণের মধ্যে একই পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

এই পোস্টের কমেন্ট বক্সে সারজিস লিখেন, 'এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।'

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

8h ago