বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর নরসিংদী ছাড়লো কর্ণফুলী এক্সপ্রেস

আজ বুধবার বিকেলে নরসিংদীতে বিকল হয়ে যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস | ছবি: স্টার

ইঞ্জিন বিকল হওয়ায় চার ঘণ্টা পর নরসিংদী ছেড়েছে কর্ণফুলী এক্সপ্রেস।

আজ বুধবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এদিন বিকেল সোয়া ৫টার দিকে রেললাইনে উঠে আসা এক নারীকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করায় নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সামনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

স্টেশন মাস্টার একেএম মুসা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ট্রেনটির স্টেশনে দাঁড়ানো কথা থাকায় গতি তুলনামূলক কম ছিল। তারপরও হার্ড ব্রেক করায় ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে অন্যান্য ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি।'

তিনি আরও বলেন, 'ইঞ্জিন সচল হওয়ার পরে যাত্রীরা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।'

লাইনে উঠে আসা ওই নারীর বয়স ৭০ বছর। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, 'ওই নারীকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে৷'

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

12h ago