ইঞ্জিন বিকল, ঢাকা-নরসিংদী ট্রেন চলাচল সাময়িক বন্ধ

তবে বিকল্প লাইনে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করছে। 
ট্রেন
বুধবার দুপুরে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন তরোয়া এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি বিকল হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশন সংলগ্ন তরোয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। 

এতে ঢাকা-নরসিংদী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প লাইনে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করছে। 

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি বিকল হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইঞ্জিন বিকলের পর থেকেই ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের কয়েক হাজার যাত্রী।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি তরোয়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রেন থেমে যায়। 

স্টেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ট্রেনটি উদ্ধার করবে।

ট্রেনটির লোকোমাস্টার মো. ফরহাদ ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনটি তরোয়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকে ইঞ্জিন ঘর থেকে। পরে যাচাই করে দেখি মেইন জেনারেটরে সমস্যা। এই ইঞ্জিনে আপাতত ট্রেনটি চালানো সম্ভব না। ঢাকা থেকে ইঞ্জিন এলে আমরা ঢাকা ফিরতে পারব।'

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago