সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

কামাল আহমেদ মজুমদারকে গতরাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ সকালে পুলিশ কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. হায়দার আলী এ আদেশ দেন বলে আদালতের এক কর্মচারী জানান।

কামাল আহমেদ মজুমদারকে গতরাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ঢাকার মিরপুর-১০ এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী সাজিদ।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৪ আগস্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বাবা জিয়াউল হক গত ৭ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদারসহ ৭২ জনের বিরুদ্ধে কাফরুল থানায় হত্যা মামলা করেন।

 

Comments

The Daily Star  | English

It will be the same as before if election is held without reforms: Gonoforum

After meeting Chief Adviser Professor Muhammad Yunus at the State Guest House Jamuna today, Gonoforum said the situation will be the same as before if the election is held without completing reform works.

26m ago