আর বেশিদিন অভিনয় করব না: অহনা

অহনা রহমান। ছবি: সংগৃহীত

অভিনয়ের বাইরে এবার অন্য কিছুতে মনোযোগ দিতে চান টিভি নাটকের অভিনেত্রী অহনা রহমান।

এটা কি তার অভিনয় ছাড়ার ইঙ্গিত, আর কেনইবা তিনি আর অভিনয় করতে চান না?

গতকাল 'প্রবাসীর স্ত্রী' নাটক নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেন অহনা।

অহনা রহমান বলেন, 'শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশিদিন অভিনয় করব না। অনেক বছর তো দেখলেন আর কত?'

তিনি আরও বলেন, 'ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীরা আসছেন, তাদেরও দেখা উচিত। যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না, সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন তো কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।' 

জিয়াউদ্দিন আলম পরিচালিত 'প্রবাসীর স্ত্রী' নাটক নিয়ে অহনা বলেন, 'প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।  গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন।'

'বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago