রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন সংলগ্ন গুলিস্তানে সড়ক অবরোধ করেছে একদল বিক্ষোভকারী।

ইনকিলাব মঞ্চের ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভকারীরা প্রথমে শাহবাগ এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে এগিয়ে যায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দেওয়া বক্তব্য 'স্ববিরোধী' উল্লেখ করে তারা তার পদত্যাগ দাবি করেন।   

বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের উপায় জানাতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে বিক্ষোভস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।

এ সময় গুলিস্তান এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে স্ববিরোধী মন্তব্য করায় রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। 

এর আগে একই দাবিতে বঙ্গভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়। শহীদ মিনারে বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগসহ কয়েকটি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো-অবিলম্বে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রপতির অপসারণ, গত তিন জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা।    

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

2h ago