আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ ৩ নারীশ্রমিক

তবে পুলিশের ভাষ্য, সংঘর্ষে গুলির কোনো ঘটনাই ঘটেনি।

ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত তিনজন নারীশ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ভেতর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বুধবার বেলা ১১টার দিকে নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

তবে পুলিশের ভাষ্য, সংঘর্ষে গুলির কোনো ঘটনাই ঘটেনি।

এই মুহূর্তে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চারজন আহত নারীশ্রমিক ভর্তি আছেন। তারা হলেন—হালিমা খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন।

হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, 'মোট চারজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ।'

এই কর্মকর্তা আরও বলেন, 'আহতদের মধ্যে চম্পা খাতুন ছাড়া বাকি সবাইকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের ভেতর হালিমা খাতুন সুসুকা গার্মেন্টসের শ্রমিক। বাকিরা জেনারেশন নেক্সট ফ্যাশনের।'

পুলিশ বলছে, বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছিলেন। আজ সকালে এই কারখানার শ্রমিকরা নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে অন্যান্য কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো গুলির ঘটনা ঘটেনি। শ্রমিকরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তখন সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

'যেটা হতে পারে—সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে সেটা যেখানে পড়ে, সেখানে ইটের কণা বা টুকরো থাকলে তা ছিটকে গিয়ে স্প্লিন্টারের মতো আঘাত করতে পারে। হয়তো তেমন কোনো টুকরো কারও হাতে বা কোথাও লেগেছে, যেটাকে গুলি বলা হচ্ছে।'

বিষয়টি নিয়ে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের একাধিক শ্রমিকের সঙ্গে কথা হয়। তারা বলছেন, গত দুইদিন বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় অবরোধ করা হয়েছিল। গতকাল বিকেলে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর আজ সকালে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন। এসময় আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। বাংলাবাজার এলাকায় পৌঁছালে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি করার পাশাপাশি রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

Comments

The Daily Star  | English

Students enter Secretariat in protest of poor HSC results; over 50 detained

During the protest, a student said that they want fair results for the HSC examination and justice for the attacks on them at various boards

1h ago