বগুড়ায় রহস্যজনকভাবে নারী গুলিবিদ্ধ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল রাতে ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই নারীর পরিবারের সদস্য এবং পুলিশ। গুলিবিদ্ধ জুলেখা খাতুন (৪০) বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্বামী শফিকুল ইসলাম একজন অটো রিকশাচালক।
জুলেখার ছেলে জাকির হোসেন (২০) জানান, গতকাল বিকেলে তারা গ্রামের বাড়ি থেকে সিএনজিচালিত অটো রিকশায় শহরের বাড়িতে যাচ্ছিলেন। বিকেল ৩টার সময় রানীরহাট এলাকার কৃষি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে চারটি মোটরসাইকেলে করে ৮ জন যুবক তাদেরকে অতিক্রম করার সময় একটি গুলির শব্দ শুনতে পায়। পরে তার মায়ের ঠোঁটের নিচে গুলি লাগে। এতে তার দুটি দাঁত ভেঙে যায়।
পরে জুলেখাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।
জানতে চাইলে শজিমেক হাসপাতালের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এক্স-রে রিপোর্টে দেখা গেছে ঐ নারীর গলায় একটি গুলি আটকে আছে যা এখানে বের করা সম্ভব নয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।'
কারা গুলি করেছে জানতে চাইলে বগুড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত-কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, 'কারা গুলি করেছে সেই বিষয়ে এখনো জানা যায়নি। গুলি যে ওই যুবকরা করেছে তাও নিশ্চিত করে বলতে পারছে না ওই নারীর পরিবারের সদস্যরা। তাছাড়া গুলি বাম দিক থেকে লেগেছে আর মোটরসাইকেলগুলো রাস্তার ডানদিকে যাচ্ছিল। তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।'
'এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। আমরা এখন পর্যন্ত কারা গুলি করেছে সেটা শনাক্ত করতে পারিনি,' বলেন ওসি।
Comments