ইরাকের আকাশসীমা ব্যবহার করে আক্রমণ করেছে ইসরায়েল, দাবি ইরানের

ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ছবি: রয়টার্স
ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ছবি: রয়টার্স

শনিবার ভোররাতে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করে ইসরায়েল। এই হামলায় তারা ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়।

আজ রোববার এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা।

বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।

সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনের ফলে দুটি সীমান্ত প্রদেশ ও রাজধানী তেহরানের কাছাকাছি কিছু রাডার ইউনিট 'সামান্য' ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত রাডার ইউনিটগুলো ইতোমধ্যে মেরামত করা হয়ে  গেছে বলেও দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনী মতে, এই 'অবৈধ' আক্রমণের সময় ইসরায়েলের 'উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র' সনাক্ত করেছে তারা এবং 'শত্রু বিমানগুলোকে দেশের আকাশসীমায়' প্রবেশ করতে দেয়নি।

জেনারেল স্টাফের পক্ষ থেকে আরও বলা হয় এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার অধিকার আছে তাদের। তবে তা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি ও লেবাননে 'নিরীহ মানুষকে' হত্যা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করে ইরানের সেনাবাহিনী।

Comments

The Daily Star  | English

Bangladesh’s GDP growth slows to 3.91% in Apr-Jun quarter

It is the lowest expansion in the four quarters of 2023-24 fiscal year

34m ago