১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি: আলতাফ হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ আমলে গত ১৬ বছরে তিনি ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন।

আজ রোববার ঢাকায় কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, 'আমি আমার আইনজীবীদের সঙ্গে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি।'

তিনি বলেন, 'আমার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে তার হিসাবই হারিয়ে ফেলেছি। গ্রেপ্তার ও আদালতে হাজিরা দেওয়া প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল।'

'একাধিকবার জেল খেটেছি। একবার ১৮ মাস, আরেকবার ৫ মাস,' বলেন তিনি।

কারাগারের অভিজ্ঞতা ও স্মৃতিরও উল্লেখ করেন আলতাফ হোসেন।

তার বিরুদ্ধে প্রতিটি মামলাই বানোয়াট ও মিথ্যা দাবি করে তিনি আরও বলেন, 'আগের সরকার প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ ছিল। তারা যে অন্যায় করেছে, আমরা তার পুনরাবৃত্তি করতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ায় তাদের এসব কাজের জবাব চাই।'

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

48m ago