ড. কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করতে বলেছেন: সংস্কার কমিশন

ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিটির প্রধান ড. আলী রীয়াজসহ সদস্যবৃন্দ। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন সংবিধান বিশেষজ্ঞ এবং গণফোরামের ইমেরিটাস প্রেসিডেন্ট ড. কামাল হোসেন। দেশের বর্তমান সংবিধানকে সমসাময়িক করার কথা বলেছেন তিনি।

আজ শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা তার সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনের প্রধান অধ‍্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা ড. কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ অপর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ড. আলী রীয়াজের সঙ্গে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব‍্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব‍্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

56m ago