অবৈধ অভিবাসী বিদায় করতে ‘সীমান্ত সম্রাট’ টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে তার নতুন অভিবাসন কর্মকর্তা টম হোমান। ফাইল ছবি: টমের এক্স অ্যাকাউন্ট থেকে সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে তার নতুন অভিবাসন কর্মকর্তা টম হোমান। ফাইল ছবি: টমের এক্স অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের 'অবৈধ অভিবাসী সমস্যা' সমাধান। নির্বাচনী প্রচারণায় বলেছেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় 'অবৈধ অভিবাসী বিদায় অপারেশন' পরিচালনা করবেন।

সেই প্রতিশ্রুতি মোতাবেক সাবেক পুলিশ ও অভিবাসন কর্মকর্তা টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আজ ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

হোমানকে 'সীমান্ত সম্রাট' (বর্ডার জার) নামে অভিহিত করেন ট্রাম্প। এর আগেও ট্রাম্প প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্সির পরিচালক হিসেবে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন হোমান। 

এর আগে ওবামা প্রশাসনেও তিনি আইসের নির্বাহী সহযোগী পরিচালক ছিলেন। 

ট্রাম্পের নতুন এই যোদ্ধা 'ঝেঁটিয়ে' বিদায় করবেন অবৈধদের, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের কথাবার্তাতেও এ ধরনের মনোভাবের প্রকাশ পেয়েছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেন, ' আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সাবেক আইস পরিচালক ও অভিবাসন নিয়ন্ত্রণের কিংবদন্তি টম হোমান ট্রাম্প প্রশাসনে যোগ দেবেন। এই 'সীমান্ত সম্রাটের' হাতেই দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব তুলে দিচ্ছি।'

'আমি টমকে অনেকদিন ধরে চিনি। সীমান্ত নিয়ন্ত্রণে রাখায় তারচেয়ে ভালো কেউ নেই,' যোগ করেন ট্রাম্প।  

বার্তায় ট্রাম্প নিশ্চিত করেন, 'অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর' দায়িত্বে থাকবেন হোমান।

যে আইনে অভিবাসীদের ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকোরর সিউদাদ হুয়ারেজ শহরে আন্তর্জাতিক সীমান্ত সেতুর কাছে অপেক্ষা করছেন। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকোরর সিউদাদ হুয়ারেজ শহরে আন্তর্জাতিক সীমান্ত সেতুর কাছে অপেক্ষা করছেন। ফাইল ছবি: রয়টার্স

১৭৯৮ সালের 'এলিয়েন শত্রু আইন' অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম। এই আইন অনুযায়ী, শত্রু দেশগুলো থেকে আসা লোকজনকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর এখতিয়ার রাখে সরকার।

এই আইনে পাওয়া ক্ষমতাবলে 'অপারেশন অরোরা' নামে একটি অভিযান পরিচালনা করবে ট্রাম্প প্রশাসন। এই অভিযানে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া লাখো অভিবাসীকে দেশ থেকে বিদায় করার পরিকল্পনা করছেন তারা। 

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে এক কোটিরও বেশি অবৈধ অভিবাসী বসবাস করছে।

 

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

38m ago