প্রতিপক্ষের কৃতিত্ব আর ‘শিশিরের দায়’ দেখছেন মিরাজ

Azmatullah Omarzai

শারজাহর মাঠে টস হয়ে গিয়েছিল বড় ফ্যাক্টর। আগের দুই ম্যাচে টস জিতে যারা আগে ব্যাট করেছে, ম্যাচও জিতেছে তারাই। সিরিজ নির্ধারণী ম্যাচে টস ভাগ্য পক্ষে এলো বাংলাদেশ, আগে ব্যাটিংও নিল। তবে এই হিসাব এবার কাজে আসেনি। রাহমানুল্লাহ গুরবাজ আর আজমতুল্লাহ ওমরজাইর ব্যাটে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে এদিন পরে বল করা নাকি ছিলো কিছুটা সমস্যার!

১০ বল বাকি থাকতে বাংলাদেশের ২৪৪ রান টপকে ৫ উইকেট ম্যাচ ও সিরিজ জিতে যায় আফগানরা। সেঞ্চুরি করেন গুরবাজ। ৭০ রানের ইনিংস খেলেন ওমরজাই, যিনি বল হাতেও নেন ৪ উইকেট।

ম্যাচ শেষে হারের বিশ্লেষণ করতে গিয়ে মিরাজ বলেন শিশিরের কারণে নাকি রাতের বেলা ওদের ব্যাট করতে সুবিধা হয়েছে, 'আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে বল ঘুরেছে এজন্য আমরা আগে ব্যাট করতে চেয়েছি। আজ কিছু শিশির পড়েছে। কাজেই বল খুব সহজে ব্যাটে আসছিলো।'

অবশ্য প্রতিপক্ষের কৃতিত্ব দেন তিনি, 'কৃতিত্বটা তাদের দিব। তারা খুব ভালো খেলেছে, বিশেষ করে গুরবাজ ও ওমরজাই।'

অথবা ম্যাচের দৃশ্যপট তার জানান দেয় না। উইকেটের আচরণ ছিলো আগের দুই ম্যাচের মতই বরং এদিন দিনের বেলাও ব্যাট করার জন্য বেশ ভালো ছিলো বাইশগজ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও মিরাজ মিলে ১৪৫ রানের জুটির পরও দল পার করেনি আড়াইশো। ১০৬ বলে মন্থর ফিফটি করেন মিরাজ। শেষ দিকে মাহমুদউল্লাহর সেঞ্চুরির জন্য স্লগ শটের সংখ্যা ছিলো কম।

মিরাজের ঠিক বিপরীত মন্তব্য করেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি। তার মতে উইকেট রাতের বেলাতেই ব্যাট করা ছিলো বেশি কঠিন,  'যখন আমরা টস হারলাম এটা ছিলো কিছুটা হতাশার। আপনি যদি পিচের আচরণ দেখেন দ্বিতীয় ইনিংসে খুব কঠিন ছিলো। কিন্তু আমাদের ছেলেরা দায়িত্ব নিয়েছে, যেভাবে গুরবাজ, ওমরজাই ও নবি ব্যাট করেছে। আমি সত্যিই তাদের জন্য গর্বিত।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago