খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

ইসকন নিয়ে হাইকোর্টের রায়
সুপ্রিম কোর্ট। ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনের বিতর্কিত ৫৭ ধারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার অপর আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন হাইকোর্ট।

২০১৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে চট্টগ্রাম (দক্ষিণ) আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের সুজন এ মামলা করেছিলেন।

আবেদনকারীর আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগে এ মামলা করা হয়েছিল। তাই হাইকোর্ট মামলাটি বাতিল করে দিয়েছেন।

মামলায় উল্লেখিত অপরাধের সঙ্গে আসামিদের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানান তিনি।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।

চলতি বছরের ৩০ ও ৩১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ১২টি মামলা বাতিল করে হাইকোর্ট।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago