জাতীয় ক্রিকেট লিগ

খালেদের বোলিং তোপ, ইমরুলের মলিন বিদায়

Syed Khaled Ahmed
পেসার সৈয়দ খালেদ আহমেদ। ফাইল ছবি

এবার জাতীয় লিগে শুরু থেকেই দাপট দেখাচ্ছে সিলেট বিভাগ। অপরাজিত থাকা দলটি প্রথম শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে আরেকটি বড় জয়ে। ঢাকা মেট্রোর ইনিংস ধসিয়ে সিলেটকে বড় জয় পাইয়ে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। এদিকে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেনীর ম্যাচ খেলতে নেমে বড় হার নিয়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস।

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে ইনিংস ও ১৩৯ রানে হারিয়েছে সিলেট। দলের বড় জয়ে ম্যাচ সেরা খালেদ। প্রথম ইনিংসে ২৮ রানে ৩ উইকেট নেওয়া পেসার দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে নিয়েছেন ৫ উইকেট।

আগের দিনই হারের কিনারে চলে গিয়েছিলো ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। জবাবে অমিত হাসানের সেঞ্চুরিতে ৩৭৬ রান তুলে বিশাল লিড নেয় সিলেট। দ্বিতীয় ইনিংসে ঢাকার ইনিংস থেমে গেল মাত্র ১০৭ রানে।

আগের দিনের ৪ উইকেটে ৪৯ রান নিয়ে নেমে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্তও টিকতে পারেনি। খালেদ ও রেজাউর রহমান রাজা মিলে উপড়ে ফেলতে থাকেন একের পর এক উইকেট। আবু হায়দার রনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ১৯ বলে ২৮ করলে তিন অঙ্ক ছাড়ায় ঢাকা মেট্রো। তবে ইনিংস মুড়ে দিতে খুব বেশি সময় লাগেনি সিলেটের। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট।

ইমরুলের মলিন বিদায়

ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচটা একদম স্মরণীয় হয়নি ইমরুল কায়েসের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তার দল খুলনা ঢাকা বিভাগের কাছে হেরেছে ৯ উইকেটে। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় খুলনা, জবাবে ঢাকাও ১৬০ রানে গুটিয়ে গিয়েছিলো। তবে পেসার এনামুল হকের তোপে খুলনা দ্বিতীয় ইনিংসে মাতে ৯১ রানে গুটিয়ে গেলে ১০৪ রানের সহজ লক্ষ্য পায় ঢাকা। রনি তলুকদারের ৫৪ বলে ৬২ আর আরিফুল ইসলামের ৪৫ বলে ৪২ রানে সহজেই জিতে যায় ঢাকা। নিজের শেষ ম্যাচে দুই ইনিংসে ১৬ ও ১ রান করেন ইমরুল।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

58m ago