মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন। ফাইল ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন। ফাইল ছবি: সংগৃহীত

আজ ভোরে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) মারা গেছেন।

আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল বিভাগ ও হাও কোর্টি বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন।

দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিউল আলম।

তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

শফিউল জানান, বিচারপতি রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা শফিউল আরও জানান, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago