হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন আরও ৩ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট উত্তরায় পোশাক শ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

এতে করে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় সাবেক এই পুলিশ প্রধানকে অন্তত ৭৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান এই আদেশ দেন।

গত ২১ আগস্ট নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

31m ago