যাত্রাবাড়ীতে হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পিকআপের ধাক্কা

হাসনাত আব্দুল্লাহকে বহনকারী প্রাইভেটকারটিকে সাদা রঙের একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়ির পেছনে একটি পিকআপ ধাক্কা দিয়েছে। 
  
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়ীতে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।'

ওই পোস্টে একটি ছবিও দিয়েছেন আবদুল হান্নান মাসুদ। এতে দেখা যায়, একটি প্রাইভেটকারকে সাদা রঙের একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়েছে।

তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ সেসময় ওই গাড়িতে ছিলেন।

গতরাতেও চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, 'হাসনাত ও সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

7h ago