মৌলভীবাজারে গারোদের সম্প্রীতির উৎসব ‘ওয়ানগালা’

গারো
ছবি: স্টার

দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আজ রোববার মৌলভীবাজারে গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা উদযাপিত হয়েছে।  

'নবান্ন' নামেও পরিচিত, নতুন ফসলের আগমন উপলক্ষে পালিত এই উৎসব ঐতিহ্যবাহী নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এই উৎসবের মাধ্যমে গারোরা দেবতাকে নতুন ফসল উৎসর্গ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবে যোগ দিতে শ্রীমঙ্গল ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে গারোরা আজ ঐতিহ্যবাহী পোশাক পরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া গারো লাইনে হাজির হন। তাদের সঙ্গে অন্যান্যরাও উৎসবে অংশগ্রহণ করেন।

সেখানে কৃষিজমি থেকে সংগ্রহ করা নতুন ফসল একটি বৃত্তে সাজানো ঝুড়িতে রাখা হয়।

উৎসবের মূল আকর্ষণ ছিল প্রার্থনা, ঐতিহ্যবাহী খাবার এবং সাংস্কৃতিক পরিবেশনা। নাচ ও গানের মাধ্যমে ফসল কাটার বিভিন্ন ধাপ তুলে ধরা হয়।

বিকেলে ওয়ানগালা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, 'ওয়ানগালা উৎসবকে এক কথায় সম্প্রীতির মিলনমেলা বলা যেতে পারে।'

উৎসবের আয়োজক কমিটির সভাপতি পার্থ হাজং বলেন, 'ঐতিহ্য অনুযায়ী, নতুন ফসল তোলার পর বর্ষার শেষে এবং শীতের শুরুতে এই উৎসব পালিত হয়। এর আগে, নতুন শস্য খাওয়া থেকে বিরত থাকেন গারোরা।'

গারো মাতোব্বর কমিটির সাধারণ সম্পাদক স্যামুয়েল জোসেফ হাজং বলেন, 'এই উৎসবের উদ্দেশ্য কেবল দেবতাদের সম্মান জানানো না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গারো ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করাও।'

নতুন ফসল কাটার পর গারো সম্প্রদায় দেবতা 'মিসি সালজং'এর প্রতি কৃতজ্ঞতা জানায়। এই উৎসবের মাধ্যমে দেবতার কাছে নতুন ফসল উপভোগের অনুমতি চায় তারা।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago