বাংলাদেশিদের রাখবে না ত্রিপুরার হোটেল মালিকরা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা
আগরতলায় বাংলাদশের সহকারী হাইকমিশন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় কোনো বাংলাদেশি পর্যটককে হোটেলের কক্ষ ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার হোটেল মালিক সমিতি।

গতকাল সোমবার রাজ্যটির প্রধান শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়।

এই ঘটনার পর অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশিদের হোটেলের কক্ষ ভাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

এই প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সম্মানসূচক ইমোজি ব্যবহার করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশে সম্প্রতি ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণির উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো। কিন্তু এখনকার মত নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি। সেখানে বাংলাদেশের এক শ্রেণির নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়। এই প্রেক্ষাপটে অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকদের কোনো পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

 

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

55m ago