আগরতলা অভিমুখে লংমার্চ: আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার

আখাউড়া স্থলবন্দর, আগরতলা, আগরতলা অভিমুখে লংমার্চ, বিএনপি,
আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: মাসুক হৃদয়/স্টার

ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে বিএনপির তিন সহযোগী অঙ্গ সংগঠনের লংমার্চ কর্মসূচি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, 'বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনোভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি না হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।'

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, 'লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।'

'সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে থাকবে বিজিবি,' বলেন তিনি।

এদিকে লংমার্চকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কর্মকাণ্ডে কোনো বিরূপ প্রভাব পড়েনি বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।

তিনি বলেন, 'আজ বুধবার দিনের শুরুতে ১৫টি ট্রাকে হিমায়িত মাছ, শুটকিসহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জানান, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ নিয়ে ঢাকা থেকে নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে বিকেলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছাবে। স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে সমাবেশ করতে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, লংমার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশের কয়েকটি জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago