শেখ হাসিনার পতনের পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়েনি: দ্য হিন্দু

প্রতীকী ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সংখ্যায় বড় ধরনের হেরফের ঘটেনি। ভারতের সরকারি তথ্যের বরাত দিয়ে গত ১ ডিসেম্বর এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১ হাজার ৩৯৩ জন অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ৩৮৮ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

আর ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এই সংখ্যাটি ছিল ১ হাজার ১৪৪। একই সময়ের মধ্যে ৮৭৩ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার তথ্য পাওয়া যায়।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে দুই দেশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ৫ হাজার ৯৫টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ঘটনা ৩ হাজার ১৩৭টি ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ১ হাজার ৯৫৮টি।

গত ছয় বছরের তথ্যের সঙ্গে এ বছরের তথ্য তুলনা করে দেখা যাচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশের সংখ্যায় তেমন কোনো হেরফের ঘটেনি।

২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে যথাক্রমে ২৯৯৫, ২৪৮০, ৩২৯৫, ২৪৫১ এবং ৩০৭৪টি।

Comments

The Daily Star  | English

Only 5% road crash victims get compensation

Govt creates Tk 225cr fund but complex process leaves majority of victims with no compensation

8h ago