শেখ হাসিনা-রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

শেখ হাসিনা, শেখ রেহানা, বিএফআইইউ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট,
শেখ হাসিনা ও শেখ রেহানা। ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত সপ্তাহে ব্যাংকগুলোর কাছে পাঠানো একই চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যাংক হিসাবের বিবরণও চেয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ওই ট্রাস্টের চেয়ারপারসন এবং শেখ রেহানা অন্যতম ট্রাস্টি।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে লেনদেন রেকর্ড, হিসাব খোলার ফরম এবং নো ইওর কাস্টমার (কেওয়াইসি) ডকুমেন্টসহ সংশ্লিষ্ট সব তথ্য জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া আলোচিত ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সরাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সরাফাত ও বোন ডালিয়া চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

5h ago