সিরিয়ার সামরিক সক্ষমতার ৮০ শতাংশ ধ্বংস করা হয়েছে: আইডিএফ

অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি ট্যাংক। ছবি: এএফপি

বাশার আল আসাদের পতনের পর প্রথম দুইদিনের বিমান হামলাতেই সিরিয়ার সামরিক সক্ষমতার ৮০ শতাংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গোলান মালভূমি দিয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা দামেস্কের ২৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে বলে জানিয়েছে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র।

গতকাল মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৩৫০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সিরিয়ার নৌবাহিনীর স্থাপনাগুলোতেও বেশ কিছু হামলা চালানো হয়েছে।

এসব হামলায় সিরিয়ার সরকারি অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্রের মজুদ, বিমান ঘাঁটি, নৌবহরসহ প্রায় সকল সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান ও নৌ হামলা চালানোর পাশাপাশি আইডিএফ সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে ভূমি দখলও শুরু করেছে।

গতকাল সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, আইডিএফের ট্যাংক বহর দামেস্কের ২৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে।

এই আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সিরিয়ার সাবেক প্রশাসনের সামরিক সক্ষমতা ধ্বংস করা জরুরি ছিল, যেন সেগুলো জঙ্গিদের হাতে না পড়ে।'

'আমরা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, করে যাব,' যোগ করেন তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সিরিয়ার নতুন প্রশাসনকে সতর্ক করে বলেন, 'যারাই আসাদের পথ অনুসরণ করবে, তাদের পরিণতিও একই হবে।'

সিরিয়ায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে ইরান, ইরাক, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে। তবে সিরিয়ার বিদ্রোহীরা এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago