রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে, প্রতিপক্ষ বানাবেন না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে, দয়া করে রাজনীতিকে বা রাজনৈতিক দলকে তাদের প্রতিপক্ষ বানাবেন না।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'কয়েকদিন ধরে লক্ষ্য করছি একাত্তর নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়ার। ৪৭ এর পার্টিশনকে অনেকে বলে ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু, ১৯৪৭ সালে ব্রিটিশদের তাড়িয়ে পাকিস্তান গঠন না হলে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কীভাবে হতো। এখন ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এই ইতিহাস যেন কেউ বিকৃত না করে।'

তিনি বলেন, 'গত ১৫ বছর ধরে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাসের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। ইতিহাস থেকে, ১৯৭১ এর বুদ্ধিজীবী হত্যা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকাল আমার মনে হয় আমরা কি আমাদের নিজেদের শেষ করে দেওয়ার জন্য কাজ করছি?'

'আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। এই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে, আমাদের যে সতর্কভাবে চলা দরকার, ধৈর্য ধরা দরকার, তা আমরা ভুলে যাচ্ছি,' বলেন তিনি।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে—সম্প্রতি এক উপদেষ্টার এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, 'এই উক্তি তিনি কেন করেছেন, কীভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এর গভীরতা তিনি বোঝেন কি না, জানি না। কিন্তু এটা মারাত্মক একটা অভিযোগ।'

'এই অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি। তারা আমাদের জন্য একটি পরিবেশ তৈরি করবে, রাষ্ট্রকে নির্বাচনমুখী করবে, এজন্য আমরা সবাই সাহায্য করেছি, বিশেষ করে বিএনপি থেকে আমরা প্রথম থেকেই সমর্থন দিয়েছি, এখনো করছি। কারণ আমরা চাই তারা জনগণকে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠনের সুযোগ করে দেবে,' বলেন তিনি।

'আমি তীব্রভাবে উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদ করছি। আমি মনে করি এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। আমি মনে করিয়ে দিতে চাই, দয়া করে রাজনীতিকে বা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, এটা তাদের দায়িত্ব,' যোগ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, 'আমরা বারবার বলেছি এই সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে আমাদের ব্যর্থ হয়ে যাওয়া। প্রতিটি মুহূর্ত আমাদের সতর্কভাবে পা ফেলতে হবে। প্রতিটি কথা মেপে বলা উচিত। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ডিজিটালি একটা মিটিংও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে। আমাদের অ্যাকটিভ থাকতে হবে তারা যেন ফিরে আসতে না পারে।'

Comments

The Daily Star  | English

Exporters fear losses as India slaps new restrictions

Bangladesh’s exporters fear losses as India has barred the import of several products—including some jute items—through land ports, threatening crucial trade flows and millions of dollars in earnings.

4h ago