২৩ ঘণ্টা পর আশুলিয়া থানা থেকে মুক্তি পেলেন ২ শ্রমিকনেতা

আশুলিয়া থানা। ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়া শ্রমিক অসন্তোষে জড়িত থাকার অভিযোগে দুই শ্রমিক নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে থানায় হস্তান্তরের ২৩ ঘন্টা পর মুক্তি দেওয়া হয়েছে। 

তারা হলেন-বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু।

আজ রোববার বিকেল ৪টার দিকে তাদের আশুলিয়া থানা থেকে মুক্তি দেওয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সারোয়ার ও বাচ্চুকে ডেকে নিয়ে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। এরপর থেকে তারা পুলিশ হেফাজতে ছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সারোয়ার ভাই আমার সঙ্গে ঢাকায় ছিলেন। দুপুরে সারোয়ার ভাই বললেন সাভার ক্যান্টনমেন্ট থেকে ডাকা হয়েছে। তিনি এ কথা বলে ঢাকা থেকে চলে এলেন। তারপর শুনি তাকে ও তার সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু ভাইকে থানায় হস্তান্তর করা হয়েছে। ২৩ ঘণ্টা পর আজ বিকেল ৪টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।'

ওসি আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'যৌথবাহিনী তাদের দুজনকে থানায় হস্তান্তর করেছিল। পরে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago