নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আশা করতে পারেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সময় দিয়েছেন। আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, 'নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ নির্ভর করবে সংস্কারের ওপর। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে?'

'আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে? সেটা নির্বাচন কমিশন দেবে,' যোগ করেন তিনি।

ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, কবে নির্বাচন হবে, কবে মনোনয়ন হবে, তফসিল কবে হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। আর সরকারের কাজ হচ্ছে ইসিকে ফ্যাসিলেটেট করা।'

Comments

The Daily Star  | English

BNP serious about reforms, spreadsheet created confusion: Salahuddin

BNP remains committed to structural reforms and is holding talks to reach a common understanding, he said after meeting with consensus commission

53m ago